Upcoming Conference/Events

Pages

News

News Details
গ্রীসে জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালায় বাংলাদেশী গবেষক দলের অংশগ্রহণ
Tuesday, 04-March-2025 [12:03:33]

গ্রীসের National & Kapodistrian University of Athens এর ভূতত্ত্ব এবং পরিবেশ বিভাগের উদ্যোগে সপ্তাহ ব্যাপী  "Asian clustars in Agriculture & climate change (ALIGNING)” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর একদল শিক্ষক গবেষক। ২৪ ফেব্রুয়ারি হতে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে প্রভাব মোকাবিলায় করনীয় এবং লাগসই প্রযুক্তি উদ্ভাবন বিষয়ে অলোচনা করা হয়। এছাড়া জৈব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য নিত্য ব্যবহার যোগ্য পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্যের পেটেন্ট তৈরি, উদ্যোক্তা তৈরি এবং পণ্যের বাজারজাত করন বিষয়ে সম্মুখ ধারনা দেয়া হয়।


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে শিক্ষক গবেষক দলে অন্যান্যের মধ্যে ছিলেন বাকৃবির প্রফেসর . মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর . মোহাম্মদ তাজউদ্দিন, প্রফেসর . মোহাম্মদ আতাউর রহমান, প্রফেসর . ইসমত আরা বেগম, প্রফেসর . মোঃ সালাহউদ্দীন পলাশ এবং সিকৃবির প্রফেসর . জসিম উদ্দিন আহাম্মদ, প্রফেসর . মোহাম্মদ ছফি উল্লাহ ভুইয়া, প্রফেসর . মোঃ ওমর শরীফ, সহকারি প্রফেসর স্বরূপ বড়ুয়া সহকারি প্রফেসর বিবি মরিয়ম প্রমুখ। সপ্তাহ ব্যাপী কর্মশালার অংশ হিসেবে সহযোগি প্রফেসর মারিয়া হাটজাকির নেতৃত্বে শিক্ষক গবেষক দলকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগার সহ গ্রীসের রাজধানী এথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম, গ্রীসের নগরদুর্গ এবং ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করানো হয়।