Upcoming Conference/Events

Pages

News

News Details
“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”- এই শ্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
Saturday, 08-March-2025 [05:03:19]

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”- এই শ্লোগানকে সামনে রেখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি উপলক্ষে শনিবার ( মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিকৃবি লেকপাড়ে গিয়ে সমাপ্ত হয়।

জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালিতে সিকৃবি লেডিস ক্লাবের সভানেত্রী মাহবুবা রহমান, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর . মোঃ এমদাদুল হক, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাউছার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন,জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন অনুষদীয় ডিন, প্রভোস্ট,দপ্তর প্রধান, ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন। র‌্যালি শেষে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম। এসময় তিনি বলেন নারী ছাড়া পুরুষ কখনও পরিপূর্ণ নয়। নারীরা সম্মান, মর্যাদা, অধিকার, আর্থিক সমতা সবকিছু নিয়েই যুগেযুগে বৈষম্যের শিকার হচ্ছে, আমাদেরকে এরূপ মনমানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। তিনি আরও বলেন ধর্মীয় দৃষ্টিকোন থেকেও নারীদের সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। নারীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজে সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পেরেছে তা এখন প্রতিষ্ঠিত। আজকের দিনে কারও পক্ষে বলা সম্ভব নয় যে নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছে।