News
২৫ মার্চ গণহত্যা দিবসের স্মরণে সারা দেশের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়েছে । ২৫ মার্চ (মঙ্গলবার) রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হয়। পরে রাত ১০ টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে সিকৃবি ভিসি প্রফেসর ড. মো.আলিমুল ইসলাম মশাল প্রজ্বলন করেন। এ সময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, খামারের পরিচালক প্রফেসর ড.সুলতান আহমেদ সহ বিভিন্ন হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাদ এশা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও রাত ৯:০০ টায় শহীদদের আত্মার শান্তি কামনা করে মন্দিরে প্রার্থনা করা হয়।