Upcoming Conference/Events

Pages

News

News Details
যথাযোগ্য মর্যাদায় সিকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত।
Wednesday, 26-March-2025 [01:03:26]


যথাযোগ্য মর্যাদায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, সকল একাডেমিক ভবন, অফিস ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 


স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সকালে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রশাসন ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ট্রেজারার, ডিন কাউন্সিলের আহ্বায়ক, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক, অনুষদীয় ডিনবৃন্দ, প্রভোস্ট, দপ্তর প্রধান সহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেয়। এর পর  শহীদ মিনারে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. এটিএম  মাহবুব-ই-ইলাহী। সমাপনী বক্তব্য রাখেন জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। এসময় জাতীয় দিবস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পন করা হয়। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর,ট্রেজারার, জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, প্রক্টর কার্যালয়, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী, বিভিন্ন আঞ্চলিক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।