Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
Monday, 07-April-2025 [08:04:34]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

০৭ এপ্রিল ২০২৫ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে পুনর্মিলনী আয়োজন করা হয়।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ওমর শরীফের সঞ্চালনায় এবং ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর . মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভিসি প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর . মোঃ আলিমুল ইসলাম বলেন, আজকের এই মিলনমেলা আমাদেরকে মনে করিয়ে দেয় যে, আমরা কেবল একে অপরের পরিচিত নই, বরং আমাদের মধ্যে রয়েছে গভীর বন্ধন ভালোবাসা। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধই আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। আমাদের উচিত এই বন্ধনকে আরও দৃঢ় করা, যেন আগামী বছরগুলোতে আমরা আরও বড় পরিসরে এই আনন্দ ভাগ করে নিতে পারি। এসময় তিনি আশাবাদ ব্যাক্ত করেন এই ধরনের মিলনমেলা আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করবে।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ট্রেজারার প্রফেসর . .টি.এম. মাহবুব--ইলাহী। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর . মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার (.দা) প্রফেসর . মোঃ আসাদ-উদ-দৌলা, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর . মোহাম্মদ কাউছার হোসেন, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, জনসংযোগ প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্টসহ, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।