News
আগামীর কৃষিবিদরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। ২৬ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম উদ্বোধন শেষে নতুন শিক্ষার্থীদের সবুজ-শ্যামল ক্যাম্পাসে স্বাগত জানিয়ে তিনি বলেন, ভর্তিকৃত শিক্ষার্থীরা প্রত্যেকই মেধাবী। আগামীতেও তারা শিক্ষা ও গবেষণায় তাদের মেধার স্বাক্ষর রাখবে। প্রত্যেকের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন থেকেই পড়াশোনায় মনোনিবেশ করবে।
আনন্দঘন
পরিবেশে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)
সহ দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে
স্নাতক (লেভেল- ১,সেমিস্টার-১) প্রথম
বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রার
কার্যালয় সূত্রে জানা যায় ২৬
মে (সোমবার) থেকে
২৮ মে (বুধবার) পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা
থেকে বিকাল ৫ টা পর্যন্ত
ভর্তি কার্যক্রম চলবে
।
উল্লেখ্য,
এবছর কৃষি গুচ্ছের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার
৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি
করা হবে। এর মধ্যে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১
হাজার ১১৬ জন, সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর
কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা
কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন, পটুয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি
ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা
কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ
কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০
জন শিক্ষার্থী ভর্তি করা হবে ।