News
সিলেট
কৃষি বিশ্ববিদ্যালয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রুপকার মহান স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমান বীর উত্তম এর
৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৩০ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র
- শিক্ষক, কর্মকর্তা - কর্মচারীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া পরবর্তী
আলোচনায় সিকৃবি ভিসি প্রফেসর ড.
মো. আলিমুল ইসলাম বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে নানাবিধ
কর্মসূচি হাতে নিয়েছিলেন শহীদ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
শহীদ
রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের
ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর
রহমান সাড়ে তিন বছরের শাসনামলে
বাংলাদেশের তলা বিহীন ঝুড়ি
পূর্ণ করেছেন। "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর
রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা
ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা
যোগায়।
বাংলাদেশের
সাবেক রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের বীর
সেক্টর কমান্ডার “শহীদ জিয়াউর রহমান
শুধু একজন রাষ্ট্রনায়কই নন,
ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তাঁর নেতৃত্বেই দেশে
রাজনৈতিক বহুমাত্রিকতার ভিত্তি রচিত হয়। তিনি
মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা রেখেছেন এবং দেশে আত্মমর্যাদাসম্পন্ন
এক রাজনৈতিক দর্শন সৃষ্টি করেছেন, যা আজও প্রাসঙ্গিক।
তিনি বলেন,শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান ‘খাল কাটা কর্মসূচি’,
সবুজ বিপ্লব, শিল্প উন্নয়ন ও যুগোপযোগী অর্থনৈতিক
ব্যবস্থা চালু করে স্বনির্ভর
বাংলাদেশের ভিত্তি গড়ে তুলেছিলেন। নারী
উন্নয়ন ও শিশু বিকাশেও
তিনি ছিলেন অগ্রণী। তার সততা, কর্তব্যনিষ্ঠা
ও দেশপ্রেম আজও জাতির জন্য অনুপ্রেরণা