News
সিলেট
কৃষি
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি
নির্ধারণী ফোরাম
সিন্ডিকেটের সভা
অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
(৩১
মে)
সকাল
১১টায়
সিন্ডিকেটের ৪৮তম
সভা
অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেট সভায়
সভাপতিত্ব করেন
বিশ্ববিদ্যালয়ের ভাইস
চ্যান্সেলর প্রফেসর ড.
মোঃ
আলিমুল
ইসলাম।
ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে
উপস্থিত ছিলেন
সিলেট
কৃষি
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.
এ.টি.এম.মাহবুব
-ই-ইলাহী; সিলেট কৃষি
বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন
প্রফেসর ড.
নির্মল
চন্দ্র
রায়,
কৃষি
অর্থনীতি ও
ব্যবসায় শিক্ষা
অনুষদের ডিন প্রফেসর ড.
মাসুদ
আলম,
কৃষি
গবেষণা
ফাউন্ডেশনের সিনিয়র
স্পেশালিস্ট ড.
মো.মনোয়ার করিম খান;
বাংলাদেশ কৃষি
গবেষণা
কাউন্সিলের পিএসও
ড.
ফরিদুল
আলম;
বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড.
এম.
এ.
রহিম
(অব:);
বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের মৎস্য
জীববিদ্যা ও
কৌলিতত্ত্ব বিভাগের প্রফেসর ড.
মো.ফজলুল আউয়াল মোল্লা
(অব:);
সিলেট
বিভাগীয় কমিশনার খান
মোঃ
রেজা-উন-নবী; বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড.
মো.ইকবাল হোসেন(অব:);
বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়ের কৃষি
রসায়ন
বিভাগের প্রফেসর ড.
মো.মোখলেছুর রহমান; সিলেট কৃষি
বিশ্ববিদ্যালয়ের প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড.
কাজী
মেহেতাজুল ইসলাম;
সিলেট
কৃষি
বিশ্ববিদ্যালয়ের মাৎস্য
প্রযুক্তি ও
মান
নিয়ন্ত্রণ বিভাগের প্রফেসর ড.
মো.আবু সাঈদ।
সিন্ডিকেট সভা
সঞ্চালনা করেন
সিকৃবির রেজিস্ট্রার ও
সিন্ডিকেটের সচিব
প্রফেসর ড.মো.আসাদ-উদ-দৌলা । ৪৮তম
সিন্ডিকেট সভায়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা,গবেষণা ও উন্নয়ন
কর্মকাণ্ড নিয়ে
বিস্তারিত আলোচনা
করা
হয়।
এ
সময়
সিলেট
কৃষি
বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে
সিদ্ধান্ত গৃহিত
হয়।