Upcoming Conference/Events

Pages

News

News Details
করোনার বিস্তার রোধে সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টা বেশি জরুরি
Thursday, 19-June-2025 [11:06:59]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, করোনার বিস্তার রোধে আমাদের সচেতনতা, দায়িত্ববোধ এবং সম্মিলিত প্রচেষ্টা সবচেয়ে বেশি জরুরি। সারাদেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্ট এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ বিষয়ে ইতিমধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছি সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। করোনাসহ যে সকল ভাইরাল ডিজিজ বিদ্যমান রয়েছে সেই সম্পর্কে আমাদের সচেতনতা জরুরী। তিনি বলেন, বর্তমান বিশ্ব করোনা ভাইরাস এর ভয়াবহ থাবায় আক্রান্ত। এই মহামারী আমাদের স্বাস্থ্য, অর্থনীতি, শিক্ষা সামগ্রিক জীবনব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে। করোনা একটি সংক্রামক রোগ, যা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে করোনার বিস্তার রোধে আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও ঈদ পুনর্মিলনীতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। আলোচনায় তিনি আরও বলেন, করোনার নতুন প্রাদুর্ভাবকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন, প্রচারপত্র বিলি, সচেতনতা প্রতিরোধ বিষয়ে করণীয়, মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ফার্স্ট এইড বক্স রাখা সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিকৃবি  

সিকৃবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন প্রমুখ।

 

আলোচনা সভা শেষে সকলের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।