News
“রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি” অনুষ্ঠানে তরুণদের ভূমিকা নিয়ে সিকৃবি ভিসির বিশদ আলোচনা
২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতার, ৩ জুলাই (বৃহস্পতিবার) সিলেট কেন্দ্র আয়োজন করে বিশেষ আলোচনা অনুষ্ঠান “রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি”। এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই শহীদরে এবং সাহসী তরুণদের, যারা জীবন বাজি রেখে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আলোচনায় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না; বরং এটি ছিল দীর্ঘদিন ধরে জমে ওঠা ফ্যাসিষ্টদের বিরুদ্ধে অসন্তোষের বিস্ফোরণ। তরুণ সমাজের মধ্যে রাষ্ট্রব্যবস্থার প্রতি গভীর আস্থা সংকট, সামাজিক বৈষম্য এবং গণতান্ত্রিক অধিকার হরণ এই আন্দোলনের অন্যতম কারণ ছিল।”
তিনি আরও বলেন, “এই গণঅভ্যুত্থানের প্রাণ ছিলেন আমাদের তরুণেরা। তারা শুধু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেয়নি, বরং তারা নেতৃত্ব দিয়েছে, সংগঠন গড়েছে, কৌশল তৈরি করেছে। তরুণদের উৎসর্গ ও আত্মত্যাগই এই আন্দোলনকে যুগান্তকারী মোড় দেয়।”
আন্দোলন-পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে প্রফেসর আলিমুল ইসলাম বলেন, “এই ধরনের ঐতিহাসিক ঘটনা শুধু স্মরণ করলেই হবে না; আমাদের এগুলোর থেকে শিক্ষা নিতে হবে। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে তা হতে হবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, এবং সকল নাগরিক বিশেষ করে তরুণদের জন্য অন্তর্ভুক্তিমূলক।”