Upcoming Conference/Events

Pages

News

News Details
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের বিশেষ আয়োজন
Thursday, 03-July-2025 [07:07:16]

“রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি” অনুষ্ঠানে তরুণদের ভূমিকা নিয়ে সিকৃবি ভিসির বিশদ আলোচনা

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতার, ৩ জুলাই (বৃহস্পতিবার) সিলেট কেন্দ্র আয়োজন করে বিশেষ আলোচনা অনুষ্ঠান “রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি”। এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জুলাই শহীদরে এবং সাহসী তরুণদের, যারা জীবন বাজি রেখে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। আলোচনায় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল না; বরং এটি ছিল দীর্ঘদিন ধরে জমে ওঠা ফ্যাসিষ্টদের বিরুদ্ধে অসন্তোষের বিস্ফোরণ। তরুণ সমাজের মধ্যে রাষ্ট্রব্যবস্থার প্রতি গভীর আস্থা সংকট, সামাজিক বৈষম্য এবং গণতান্ত্রিক অধিকার হরণ এই আন্দোলনের অন্যতম কারণ ছিল।”

তিনি আরও বলেন, “এই গণঅভ্যুত্থানের প্রাণ ছিলেন আমাদের তরুণেরা। তারা শুধু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নেয়নি, বরং তারা নেতৃত্ব দিয়েছে, সংগঠন গড়েছে, কৌশল তৈরি করেছে। তরুণদের উৎসর্গ ও আত্মত্যাগই এই আন্দোলনকে যুগান্তকারী মোড় দেয়।”

আন্দোলন-পরবর্তী বাংলাদেশের ভাবনা নিয়ে প্রফেসর আলিমুল ইসলাম বলেন, “এই ধরনের ঐতিহাসিক ঘটনা শুধু স্মরণ করলেই হবে না; আমাদের এগুলোর থেকে শিক্ষা নিতে হবে। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে তা হতে হবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, এবং সকল নাগরিক বিশেষ করে তরুণদের জন্য অন্তর্ভুক্তিমূলক।”

তিনি জোর দিয়ে বলেন, “তরুণদের কণ্ঠস্বরকে মূল্য দিতে হবে। তারা যাতে মতপ্রকাশে স্বাধীনতা পায়, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে পারে – এমন পরিবেশ গড়তে হবে। একটি সৃজনশীল, চিন্তাশীল ও মানবিক বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের সবার, কিন্তু তরুণদের কাঁধে এই দায়িত্ব সবচেয়ে বেশি।”
বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানটি শুধু স্মৃতিচারণ নয়; এটি ছিল এক ধরনের চেতনা জাগরণের আহ্বান। উপস্থিত শ্রোতারা প্রফেসর আলিমুল ইসলামের বক্তব্যকে সময়োপযোগী ও প্রেরণাদায়ী বলে উল্লেখ করেন। তারা মনে করেন, এমন আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে ঐতিহাসিক সত্য ও দায়িত্ব সম্পর্কে সচেতন করবে। এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক প্রমুখ উপস্থিত ছিলেন।