এতদ্বারা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা-২০২০ এর সাথে সংশ্লিষ্ট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮-১১-২০১৯ তারিখ বৃহস্পতিবার বেলা ৩.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন করার বিষয়ে একটি Briefing কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত Briefing-প্রফেসর ড. মো মতিয়ার রহমান হাওলাদার মাননীয় ভাইস-চ্যান্সেলর, সিকৃবি, সিলেট উপস্থিত থাকবেন। বর্ণিত প্রেক্ষিতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।