সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এর ওরিয়েন্টেশন আগামী ৩০-০১-২০২০ খ্রি: বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সংশিষ্টদের উক্ত ওরিয়েন্টেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। তবে অটোমাইগ্রেশনের ফলে বিশ্ববিদ্যালয়/অনুষদ পরিবর্তন হয়ে থাকলে তাদেরকে আগামী ২৯-০১-২০২০ খ্রি: সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ০২.০০ ঘটিকার মধ্যে সশরীরে অত্র বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি ফি সমন্বয় করত: ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে যাহারা ০৭-০১-২০২০ ও ০৮-০১-২০২০ খ্রি: সশরীরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এসে ভর্তি ফি সমন্বয় করেছে, তাদের আর সমন্বয় করার প্রয়োজন নেই।
অনুষদওয়ারি ভর্তি ফি:
ক্রমিক নং
|
অনুষদ
|
বিবরণ
|
টাকা
|
১.
|
ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ
|
ভর্তি, হল ফি এবং ইন্টার্ণশীপ ফি বাবদ
|
২২,৮০০
|
২.
|
কৃষি/মাৎস্যবিজ্ঞান/কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা/কৃষি প্রকৌশল ও কারিগরি/ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ
|
ভর্তি সংক্রান্ত ফি এবং হল ফি বাবদ
|
১৮,৩০০
|