Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিরাপত্তা কমিটি কর্তৃক অতীব জরুরী বিজ্ঞপ্তি
Monday 06-Apr-2020 [20:58:02]
অতীব জরুরি বিজ্ঞপ্তি

 এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাব সিলেট জেলাসহ এদেশের কতিপয় জেলার কমিউনিটি পর্যায়ে সীমিত আকারে দেখা দিয়েছে। কোভিড-১৯ করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করতে বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) সামাজিক দূরত্ব বজায় রাখা ও রোগের নমুনা পরীক্ষণের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছে। এদেশে জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৪/০৪/২০২০ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করেছেন। এছাড়া, নিজ বাসায় শবেবরাত ও ১লা বৈশাখ উদযাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীকে নির্দেশ দিয়েছেন। দেশে-বিদেশে কোভিড-১৯ করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিচের সিদ্ধান্তগুলো কার্যকর করার নিদের্শ প্রদান করেছেন- 
 
  • বিশ্ববিদ্যালয়ের সকল গেট দিবা-রাত্রি তালাবদ্ধ থাকবে।
  • বাহিরের কোন জনসাধারণ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
  • ক্যাম্পাসের বাহিরের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে পারবেন না। তবে অফিসের জরুরি প্রয়োজনে পরিচয়পত্র প্রদর্শনপূর্বক সীমিত সময়ের জন্য প্রবেশ করতে পারবেন।
  • বাহিরের জনসাধারণ ক্যাম্পাসের মসজিদে সালাত আদায় করতে পারবেন না।
  • ক্যাম্পাসের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণ বাহিরের মসজিদে সালাত আদায় করতে পারবেন না।
  • জরুরি প্রয়োজনে ক্যাম্পাসের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণ বাহিরে যেতে পারবেন।
  • জরুরি প্রয়োজনে ক্যাম্পাসের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী সার্বক্ষণিক গৃহকর্মী রাখতে পারবেন। তবে ক্যাম্পাসে যাওয়া-আসা করা গৃহকর্মী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।  

 
উল্লিখিত সিদ্ধান্তসমূহ অদ্য ০৬/০৪/২০২০ তারিখ থেকে কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। 
 
মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে,
 
প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক
চেয়ারম্যান, নিরাপত্তা কমিটি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট-৩১০০।
Attachment
1. Emergency Notice-6.4_.2020_.pdf
Attachment [ PDF version ] ::  Emergency Notice-6.4_.2020_.pdf    Download
Important Notice