Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
সিকৃবি ক্যাম্পাসে কোভিড-১৯ রোগের বিস্তার রোধকল্পে নিরাপত্তা কমিটি কর্তৃক জরুরী বিজ্ঞপ্তি
Thursday 07-May-2020 [16:44:11]

এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের সর্বত্র করোনাভাইরাস রোগ (কোভিড-১৯) দ্রুত বিস্তার লাভ করার বাস্তবতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ০৪/০৫/২০২০ তারিখে ১২টি নির্দেশনা সম্বলিত একটি প্র্রজ্ঞাপন জারি করেছেন। সরকারী প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক এবং সিকৃবি ক্যাম্পাসে কোভিড-১৯ রোগের বিস্তার রোধকল্পে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিচের সিদ্ধান্তগুলো গ্রহণ করেছেন-

 

  • আসন্ন ঈদ-উল-ফিতরের সরকারী ছুটিতে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।
  • বর্তমানে যে যেখানে অবস্থান করছেন, সে সেখানেই অবস্থান করবেন।
  • বাহিরের কোন জনসাধারণ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।
  • সিকৃবি’র নিরাপত্তা কমিটি’র চেয়ারম্যান কর্তৃক ইতোপূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির সিদ্ধান্তগুলো বলবৎ থাকবে।
  • ক্যাস্পাসের বাহিরের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণ যানবাহন নিয়ে ক্যাস্পাসে যাতায়াত করতে পারবেন না।
  • ক্যাস্পাসের ভিতরের শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীগণ যানবাহন নিয়ে বাহিরে যাতায়াত করতে পারবেন না।
  • সীমিত জনবল নিয়ে সরকারী প্রকল্পের কৃষি গবেষণা কার্যক্রম পরিচালনা করা যাবে।
  • উল্লিখিত সিদ্ধান্তগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

 

মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের নির্দেশক্রমে,
প্রফেসর ড. মোঃ আব্দুল মালেক
চেয়ারম্যান, নিরাপত্তা কমিটি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট-৩১০০।
Attachment
1. 1. SE-Emergency Notice-6_.5_.2020_.pdf
Attachment [ PDF version ] ::  1. SE-Emergency Notice-6_.5_.2020_.pdf    Download
2. 2. SE-Emergency Notice-6_.4_.2020_.pdf
Attachment [ PDF version ] ::  2. SE-Emergency Notice-6_.4_.2020_.pdf    Download
Important Notice