Notice
এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট এর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস সংক্রমন থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকায় শিক্ষার্থী ও তাদের অভিভাবক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রেরণের জন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন। এই অনাকাঙ্খিত অবস্থায় শিক্ষার্থীদের সুবিধার্থে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ Online শিক্ষা কার্যক্রম শুরু করার অভিপ্রায়ে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যে সকল শিক্ষার্থীর ইন্টারনেট ডাটা/ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই শুধুমাত্র সে সকল শিক্ষার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। উল্লিখিত ইন্টারনেট ডাটা/ডিভাইস ক্রয়ে Soft loan /Grants পেতে আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রদত্ত https://forms.gle/266dysJCypVDi1h1A লিংকের মাধ্যমে আগামী ২২/৮/২০২০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে প্রদত্ত তথ্যাদি অসম্পূর্ণ /ভুল/অসত্য প্রমাণিত হলে আবেদনটি সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীদের মধ্যে নিদিষ্ট সংখ্যক প্রকৃত অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা/Soft loan/Grants এর জন্য বাছাই করা হবে। ইন্টারনেট ডাটা/ডিভাইস ক্রয়ে সাহায্য পাওয়ার মত যোগ্য বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাইকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত বলে বিবেচিত হবে। বাছাইকৃত শিক্ষার্থীদের এসএমএস/ইমেইল-এর মাধ্যমে বিষয়টি জানানো হবে।
Form: https://forms.gle/266dysJCypVDi1h1A