অফিস আদেশ
বিগত ১৫-০৭-২০২০ তারিখে ভার্চুয়ালি অনুষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩তম সভার ৩৩.৩ নং সুপারিশ মোতাবেক এমএস ও পিএইচডি শিক্ষার্থীদের মধ্যে যাদের থিসিস সম্পন্ন হয়েছে তাদের থিসিস ইভ্যালুয়েশন না হয়ে থাকলে ডাকযোগে বা কুরিয়ারে থিসিস পাঠিয়ে ইভ্যালুয়েশন সম্পন্ন করে কর্তৃপক্ষের অনুমতিক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রুটিন মোতাবেক এমএস থিসিস ডিফেন্স ও পিএইচডি ডিস্যারটেশন ভাইভা ভার্চুয়ালি গ্রহণ করার বিষয়টি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।
ভাইস-চ্যান্সেলর মহোদয়ের আদেশক্রমে,
(মোঃ বদরুল ইসলাম)
রেজিস্ট্রার ও সচিব
পোস্ট-গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।