Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
জানুয়ারি-জুন ২০২১ সেমিস্টারে এমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
Tuesday 05-Jan-2021 [14:02:43]

জানুয়ারি-জুন ২০২১ সেমিস্টারে এমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

জানুয়ারি-জুন ২০২১ সেমিস্টারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ অন্তর্ভূক্ত এনাটমি অ্যান্ড হিস্টোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি ও টক্সিকোলজি, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি, এপিডেমিওলজি ও পাবলিক হেলথ্, প্রাণী পুষ্টি, প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা, ডেয়রি বিজ্ঞান, পোল্ট্রি বিজ্ঞান, কৌলিবিজ্ঞান ও প্রাণী প্রজনন, প্যারাসাইটোলজি, প্যাথলজি, মেডিসিন, সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগ, কৃষি অনুষদ অন্তর্ভূক্ত কৃষিতত্ত¡ ও হাওর কৃষি, মৃত্তিকা বিজ্ঞান, ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি, উদ্যানতত্ত¡, উদ্ভিদ রোগতত্ত¡ ও বীজ বিজ্ঞান, কীটতত্ত¡, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান, কৃষি রসায়ন, কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ, মাৎস্যবিজ্ঞান অনুষদ অন্তর্ভূক্ত মাৎস্যচাষ, মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত¡, মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা, জলজ সম্পদ ব্যবস্থাপনা, মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ, উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ অন্তর্ভূক্ত কৃষি অর্থনীতি ও পলিসি, কৃষি বিপণন ও ব্যবসায় ব্যবস্থাপনা, গ্রামীণ সমাজবিজ্ঞান ও উন্নয়ন, কৃষি পরিসংখ্যান, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগ, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ অন্তর্ভূক্ত এগ্রিকালচারাল কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কৃষি শক্তি ও যন্ত্র, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ অন্তর্ভুক্ত মলিকুলার বায়োলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্ল্যান্ট ও এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, এনিম্যাল ও ফিশ বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস্ ও ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি ও কেমিস্ট্রি বিভাগসহ উল্লেখিত বিভাগসমূহে তিন (০৩) সেমিস্টার (১৮ মাস) মেয়াদী এমএস কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

 

ভর্তির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাঃ
১। ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস, কৃষি, মাৎস্যবিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ অন্তর্ভূক্ত বিভাগসমূহে ভর্তির জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম, বিএসসি এজি.(অনার্স), বিএসসি ফিশারিজ(অনার্স), বিএসসি এজি.ইকন.(অনার্স), বিএসসি এগ্রিল.ইঞ্জি., বিএসসি বিজিই.(অনার্স) ডিগ্রিধারী অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমমানের ডিগ্রিধারী হতে হবে।

২। ক্রেডিট কোর্স পদ্ধতিতে স্নাতক পাসকৃত শিক্ষার্থীদের সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ২.৭৫ অথবা ৫.০০ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ অথবা বার্ষিক পদ্ধতিতে স্নাতক পাসকৃত শিক্ষার্থীদের ন্যূনপক্ষে ৫০% নম্বর এবং সংশ্লিষ্ট বিষয়ে আলাদাভাবে জিপিএ ৩.০০ অথবা ৩.৫০ অথবা ৫৫% নম্বর থাকতে হবে।

৩। উল্লেখ্য যে, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, এগ্রিকালচারাল স্ট্যাটিসটিক্স ও রুরাল সোসিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে এই বিশ্ববিদ্যালয় হতে ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস, কৃষি, মাৎস্যবিজ্ঞান, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ হতে স্নাতক ডিগ্রিধারী অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে সমমান ডিগ্রিধারী এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমেস্ট্রি বিভাগে এই বিশ্ববিদ্যালয় হতে ভেটেরিনারি, এনিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস, কৃষি, মাৎস্যবিজ্ঞান ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ হতে স্নাতক ডিগ্রিধারী অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয় হতে সমমান ডিগ্রিধারী শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে।

Attachment
1. ms_admission_jan_jun_2021.pdf
Attachment [ PDF version ] ::  ms_admission_jan_jun_2021.pdf    Download
Important Notice