Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
‘ইস্টার সানডে’ উপলক্ষে আগামী ০৪ এপ্রিল ২০২১, রবিবার এ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে
Thursday 01-Apr-2021 [13:21:27]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর অবগতি ও কার্যার্থে, ‘ইস্টার সানডে’ উপলক্ষে আগামী ০৪ এপ্রিল ২০২১, রবিবার এ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে, জরুরি সেবাসমূহ যথা: হেল্থ কেয়ার সেন্টার, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, প্রিভেন্টিভ শাখা, নিরাপত্তা শাখা ন্যূনতম কর্মচারী দ্বারা চালু থাকবে।

 

এছাড়া সকলকে সবসময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত এবং সরকারি অন্যান্য সিদ্ধান্ত যথাযথ পালনের জন্য বলা হলো।

Attachment
1. notice-726-star-sunday.pdf
Attachment [ PDF version ] ::  notice-726-star-sunday.pdf    Download
Important Notice