Upcoming Conference/Events

Notice Notice

Notice

Notice Details
লেভেল-১ সেমিস্টার-১ ভর্তি পরীক্ষা, শিক্ষাবর্ষ:২০১৭-২০১৮ এর ভর্তির অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হয়েছে।
Saturday 02-Dec-2017 [12:30:11]



মেধা তালিকা থেকে ভর্তি : ০৪ ডিসেম্বর ২০১৭, সোমবার  সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত ।

ভর্তি প্রক্রিয়া:

১. সকল সার্টিফিকেট (NID/Birth Certificate সহ) ও ছবি সহ সংশ্লিষ্ট ডিন অফিসে রিপোর্ট করতে হবে  ০৪ ডিসেম্বর ২০১৭, সোমবার সকাল  9:00 ঘটিকায়।

২. মেডিকেল চেকআপ সমাপ্তি করা (হেলথ সেন্টার প্রশাসনিক ভবনের নিচ তলায় অবস্থিত)।

৩. ভর্তি এবং অন্যান্য ফি ব্যাংকে জমা দেয়া।

৪. সংশ্লিষ্ট অনুষদ ডীন অফিসে ভর্তি সমাপ্তি করা।

৫. সংশ্লিষ্ট  হলে ভর্তি সমাপ্তি করা।


**** সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট  সনদ পত্র নিয়ে আসতে হবে।

**** এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সার্টিফিকেট না থাকলে অঙ্গীকারনামা দিয়ে ভর্তি হওয়া যাবে। তবে ক্লাশ শুরু হওয়ার পূর্বে জমা না দিতে পারলে ভর্তি বাতিল হয়ে যাবে।


 


 ভর্তির সময় যে সব প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিতে হবে সেগুলো হলো :
 
(ক) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল/সাময়িক সার্টিফিকেট।
(খ) শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল গ্রেড সীট।
(গ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসা পত্র।
(ঘ) সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের  ৩ কপি ও স্ট্যাম্প সাইজের ছবি ২ কপি ছবি।
(ঙ) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
(চ) সংরক্ষিত আসনে ভর্তি হতে ইচ্ছুক উপজাতি/অ-উপজাতি প্রার্থীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে নিজ জেলার বাসিন্দা সম্পর্কিত প্রত্যয়ন পত্রের মূল কপি।
(ছ) মুক্তিযোদ্ধা কোটায় পরীক্ষার্থীদের ক্ষেত্রে সরকার স্বীকৃত মুক্তিযোদ্ধার মূল সনদ পত্র।
(জ) মুক্তিযোদ্ধা কোটায় পারীক্ষার্থীগণ মুক্তিযোদ্ধার সাথে পারিবারিক সম্পর্কের প্রত্যয়নপত্র এবং মুক্তিযোদ্ধার সনদপত্রে প্রদত্ত ঠিকানা ও স্থায়ী ঠিকানার মধ্যে গরমিল হলে তাদেও ঠিকানা পরিবর্তন সংক্রান্ত প্রত্যয়ন পত্র। উভয় প্রত্যয়নপত্রই জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা/মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত হতে হবে।
(ঝ) বিকেএসপি কোটায় উত্তির্ণকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র।
(ঞ) ভর্তির জন্য প্রত্যেক ছাত্র-ছাত্রীর জামানতের টা. ৫,৫০০.০০ (টাকা পাঁচ হাজার পাঁচশত) সহ মোট টা. ১৫,৮০০.০০ (টাকা পনের হাজার আটশত) মাত্র জমা দিতে হবে এবং হল-এ ভর্তিও জন্য জামানতের টা. ৫০০.০০ (টাকা পাঁচশত) সহ মোট টা. ২,৫০০.০০ (টাকা দুই হাজার পাঁচশত) মাত্র জমা দিতে হবে। তবে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদে ভর্তির জন্য ইন্টার্ণশীপ ফি বাবদ অতিরিক্ত এককালীন টা. ৪,৫০০.০০ (টাকা চার হাজার পাঁশশত) মাত্র জমা দিতে হবে।

 
 
Attachment
1. Faculty-wise-result-all.pdf
Attachment [ PDF version ] ::  Faculty-wise-result-all.pdf    Download
Important Notice