Scholarship
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর অর্থায়নে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধীনে বাস্তবায়নাধীন “Estimation of ecosystem services from litter fall of major tree species at Tilagor Eco-park in Sylhet” শীর্ষক গবেষণা প্রকল্পের কাজে সহায়তা করার জন্য ১জন গবেষণা সহকারী প্রকল্পকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। গবেষণা সহকারী হিসেবে আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের কোনো এম.এস., এম.ফিল. বা পি এইচ ডি পর্যায়ের পূর্ণকালীন-শিক্ষার্থী হতে হবে। তবে অন্য কোনো উৎস থেকে সমমানের ফেলোশিপ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়োগ দেয়া হবে না।
আগ্রহী প্রার্থীকে জীবন-বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সমূহের সত্যায়িত কপিসহ আবেদনপত্র প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রকল্প পরিচালক ও চেয়ারম্যান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট-৩১০০ বরাবর আগামী ৩১/১০/২০২২ইং তারিখের মধ্যে জমা দিতে হবে।