Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ মাহফুজুর রবের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Wednesday, 22-January-2025 [05:01:07]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ মাহফুজুর রবের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ^বিদ্যালয়ের উদ্যোগে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় ও প্রফেসর ড. মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, দপ্তর প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।  সভার শুরুতেই কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সিকৃবির কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ হারুন-অর- রশীদ।

প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তিনি সদালাপী, হাস্যোজ্জ্বল, বিনয়ী পরোপকারী ভাল মানুষ ছিলেন। পাশাপাশি শিক্ষক হিসেবে তিনি ছিলেন অমায়িক। শিক্ষকতা ছাড়াও তিনি একজন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের ও বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হয়েছে। এসময় তিনি মরহুম সহযোগী প্রফেসর ড. মাহফুজুর রবের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।