Upcoming Conference/Events

Pages

News

News Details
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাৎস্য বিষয়ক সম্মেলন ৫-৭ সেপ্টেম্বর
Thursday, 20-February-2025 [08:02:56]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে আগামী ৫-৭ সেপ্টেম্বর তিন দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ (আইসিএসএফ) অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মাৎস্য বিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে কনফারেন্সের  ফ্লায়ার এবং ওয়েব পেইজ উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং মাৎস্যচাষ বিভাগের প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিকৃবি ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী।

উল্লেখ্য তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ, গবেষক ও বিজ্ঞানীবৃন্দ অংশগ্রহণ করবেন।