Upcoming Conference/Events

Pages

News

News Details
সিকৃবিতে কৃষ্ণচূড়ার নতুন কমিটি
Sunday, 16-July-2023 [11:07:11]

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী কমিটি ২০২৩-২০২৪ গঠিত হয়েছে। মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্য্যান প্রফেসর ড. এম এম মাহাবুব আলমকে সভাপতি, মোঃ খাইরুল ইসলাম তুহিন-কে সাধারণ সম্পাদক, প্রলয় চক্রবর্তী তুষার-কে সাংগঠনিক সম্পাদক এবং তন্ময় গুপ্ত-কে কোষাধ্যক্ষ করে ৬৪ সদস্যের কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ৮ জন শিক্ষককে উপদেষ্ঠা পরিষদে এবং জেষ্ঠ্য ১৪ জন শিক্ষার্থীকে অগ্রজ পরিষদে রাখা হয়েছে।

সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, “তারুণ্যের ছোঁয়ায় নতুন সূর্যোদয়, আলোকিত সমাজ গড়ার অটুট প্রত্যয়” এই শ্লোগানকে সামনে রেখে এবং মুক্তিযুদ্ধের  আদর্শকে বুকে লালন করে বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞার হাত ধরে ২০০৮ সালে সিকৃবিতে যাত্রা শুরু করে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ। শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শকে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়াই এ সংগঠনের প্রধান কাজ। আত্মপ্রকাশের পর থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রেখে চলেছে সংগঠনটি। এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর এবং কৃষ্ণচূড়ার প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। তিনি বলেন, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ সিকৃবির ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক মনোভাবাসম্পন্ন করে গড়ে তোলার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিসহ তাদের শিক্ষা, সংস্কৃতি ও মননের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।