এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/৪/২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভর্তি পরিক্ষা-২০২৫। ভর্তি পরিক্ষা ২০২৫, পরিবহন পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল ড্রাইভার/হেল্পারদের নিন্মরুপ দায়িত্ব বন্টন করা হলো।
১। মো: বাদশাহ আলমগীর তুলু, মিনিবাস দিয়ে মডেল কলেজ ও টিচার্স ট্রেনিং সেন্টারে সকাল ১২
টায় কেন্দ্র সমন্বয়কসহ পরিক্ষা সামগ্রী পৌঁছে দিবেন এবং দুপুর ১ টায় পরিক্ষার ইনভিজিলেশন কাজে নিয়োজিত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীদের নিয়ে যাবেন।
২। মো: দেলোয়ার হোসেন গাজী, ইঞ্জিনিয়ারিং কলেজে গাড়ি নং ৫১-০২২৫ এর ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করবেন।
৩। মো: হারুনুর রশীদ, ক্যাম্পাসে গাড়ি নং ৫১-০০১০ এর ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করবেন।
৪। মো: মনির হোসেন গাড়ি নং ৫১-০২৪১ এর ড্রাইভার হিসেবে ভেটেরিনারি ক্লিনিক্স এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
৫। মো: সাজ্জাদুর রহমান হুমায়ুন রশীদ চত্ত্বর হতে সকাল ১০ টায় শিক্ষার্থীদের নিয়ে আসবেন এবং বিকাল ৪: ৪০ মিনিটে শিক্ষার্থীদের দিয়া আসবেন তাছাড়া এর মধ্যবরর্তী সময়ে ছোট গাড়ির ড্রাইভার হিসেবে এডকমের চাহিদার উপর সার্ভিস দিতে প্রস্তুত থাকবেন।
৬। মো: সামছুল ইসলাম হুমায়ুন রশীদ চত্ত্বর হতে দুপুর ১২ টায় শিক্ষার্থীদের নিয়ে আসবেন এবং বিকাল ৫:১৫ মিনিটে শিক্ষার্থীদের দিয়া আসবেন তাছাড়া এর মধ্যবরর্তী সময়ে ছোট গাড়ির ড্রাইভার হিসেবে এডকমের চাহিদার উপর সার্ভিস দিতে প্রস্তুত থাকবেন।
সকল ড্রাইভারদের সেন্টার কো-অর্ডিনেটর এবং এডকমের (ভর্তি পরিক্ষা কমিটি) নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালন এবং সকল হেল্পারদের গাড়ি পরিস্কার রাখার জন্য নির্দেশ দেয়া হলো।
এবিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
প্রফেসর ড. মো: নাজমুল হক
পরিচালক
পরিবহন শাখা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
সিলেট।