Notice
১ম গণ বিজ্ঞপ্তি
এতদ্বারা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থী ও
এলাকাবাসীদের সদয় অবগতির জন্য
জানানো যাচ্ছে যে, সিলেট কৃষি
বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োগ দেয়ার নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিকট হতে অর্থ
গ্রহণ করে আত্মসাৎ, বিভিন্ন
ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা
নেয়া এবং বাকি পরিশোধ
না করা - এসকল দুর্নীতি
তদন্তের জন্য আগামী ১৪
আগস্ট ২০২৫ তারিখের মধ্যে
প্রয়োজনীয় তথ্য, উপাত্ত, ডকুমেন্ট, অডিও/ভিডিওসহ নিয়ন্ত্রাকারীর
নিকট লিখিত দেয়ার জন্য অনুরোধ করা
হলো। উল্লেখ্য যে, তদন্তের স্বার্থে
তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।