এতদ্বারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের ২৩ জানুয়ারী, ২০২২ তারিখের তারিখের ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১-১৪২ নম্বর পত্রে জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক জনবল (শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী) দ্বারা চালু থাকবে এবং অন্যান্য শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী নিজ কর্মস্থলে অবস্থান করবেন ও দাপ্তরিক কার্যক্রম ভার্চ্যুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএম, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাথ্যমে) সম্পন্ন্ করবেন।